বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯


রোজ বাতাসে স্বপ্ন ভাসে উড়াই মনের ঘুরি
খোঁজ করে দেখ মনের ভেতর ফুটছে নতুন কুঁড়ি
সবুজ জলের কানে কানে অথই অতল বায়ু
নিলাভ আকাশ জড়িয়ে ধরে বাড়িয়ে তোলে আয়ু
নেই জড়তা দেখ প্রিয়তা চোখের তারার প্রণয়
স্মৃতির কাঁকন শব্দে আমার স্তব্ধ ক্লান্ত তনয়
নিয়তির এই বেড়াজালে আবদ্ধ প্রাণের চেষ্টা
কী বলে তোর ভরবোরে মন কী খোঁজে তোর তেষ্টা
কৃত্যের কারণ কেমন বারণ হৃদয় ছোঁয়ার ভুল
ছুঁলে ছুঁবি সময় ছবি পৃথির পথে তোমার পদধূল
যদি মন ভুলে যায় নিজেরি নাম দেখতে তোমার ছবি
তবে মুখ বাঁকিয়ে হেসে বলিস “তুমি আমার কবি”